ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই পুলিশ পরিদর্শকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ০৯ ১৬:৫৫:২২
দুই পুলিশ পরিদর্শকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের দুই পরিদর্শক মোল্যা রাশেদ খালেদ ও মোহাম্মদ রেজাউল হক এবং রেজাউল হকের স্ত্রী তুহিন আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

আজ, বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদন পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান আদালতে আবেদন করেন, যাতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগের অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, অভিযুক্তরা সপরিবারে গোপনে দেশত্যাগ করার পরিকল্পনা করছেন। যদি তারা বিদেশে চলে যান, তবে অভিযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হবে এবং তদন্ত কার্যক্রমে বাধা আসতে পারে। এ কারণে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক বলে আদালতকে অবহিত করা হয়।

আদালতের এই আদেশ অনুসারে, অভিযুক্তরা এখন বিদেশে যেতে পারবেন না, এবং তাদের বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে