ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা?’

২০২৫ এপ্রিল ০৯ ১২:২২:৪২
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা?’

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগের বিরুদ্ধে। হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগ প্রকাশ্যে হুমকি দিয়েছেন। গত ৮ এপ্রিল, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সোহাগ মোবাইল ফোনে সিদ্দিকুর রহমানকে হুমকি দেন। সোহাগের দেওয়া অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিও রেকর্ডে সোহাগকে বলতে শোনা যায়, “আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই সাইটে গেলি ক্যা? কীসের জন্য যাবি? তুই সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে?” তিনি আরও বলেন, “সাইটে খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইটে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব।”

ঘটনার পর সিদ্দিকুর রহমান বলেন, “বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে আমি ঠিকাদার সোহাগকে কল করি। ফোনে তিনি আমাকে হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এরপর আমি বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে যুবদল নেতা সোহাগের হুমকি দেওয়ার ব্যাপারে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে তা দুঃখজনক।”

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগী থানায় জিডি করেছেন। অডিও ক্লিপটি শুনেছি। আমরা কল লিস্ট চেক করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে