ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

‘আমাকে ১০ দিন কেন ২০ দিনের রিমান্ড দিন’

২০২৫ এপ্রিল ০৮ ১৭:২৪:১৮
‘আমাকে ১০ দিন কেন ২০ দিনের রিমান্ড দিন’

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও, তিনি নিজে আদালতে উপস্থিত হয়ে বলেন, “আমাকে ১০ দিন কেন ২০ দিনের রিমান্ড দিন।” তিনি দাবি করেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমি ৬ বছর চাকরি থেকে বঞ্চিত ছিলাম এবং আমি সরকারের সহযোগী ছিলাম না।”

আদালতের শুনানিতে তুরিন আফরোজ জানান, ৪ আগস্ট হত্যাচেষ্টার ঘটনায় তার টিউমার অপারেশন ছিল এবং তিনি তা নিয়ে সমস্ত ডাক্তারি রিপোর্ট প্রদান করতে পারেন। তিনি আরো বলেন, তিনি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলেননি বা লিখেননি এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

ঢাকার সিএমএম আদালতে মঙ্গলবার দুপুর ২:৩৪ মিনিটে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তুরিন আফরোজের রিমান্ডের বিষয়ে শুনানি গ্রহণ করেন। তার পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিল না, তাই বিচারক তাকে তার পক্ষে কথা বলার সুযোগ দেন।

শুনানির পর আদালত তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে