ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয় ভিসা ও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বললেন উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৮ ১৬:২৫:৩৭
ভারতীয় ভিসা ও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বললেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম তৌহিদ হোসেন মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলনের কারণে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নেওয়ার ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হলেও, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

উপদেষ্টা জানান, সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়, তবে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারতের ভিসা বন্ধের বিষয়েও এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভিসা দেওয়াটা তাদের বিষয়। আমরাও সাময়িকভাবে ভিসা বন্ধ করেছিলাম, তবে কোনো দেশের ভিসা বন্ধ হলে শূন্যতা থাকে না, মানুষ অন্য দেশে সমাধান খুঁজে নেয়।"

এছাড়াও, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি জানান, "থাইল্যান্ডের বৈঠকে মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনযোগ্য তালিকা দিয়েছে, কিন্তু বাস্তবতার কারণে এখনই প্রত্যাবাসন করা সম্ভব নয়।"

ইতালির ভিসা সংক্রান্ত বাংলাদেশের জনগণের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, "ইতালির ভিসা নিয়ে আমরা অব্যাহতভাবে আলোচনা করছি, তবে যেসব ডকুমেন্ট দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক সময় ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভিসা আবেদনের চেষ্টা করা হয়, যা ইতালি যাচাই করছে।"

এই বিষয়ের বিস্তারিত আলোচনা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তৌহিদ হোসেন আরও বলেন, "এখন যাদের কাগজপত্র সঠিক, তারাও ভিসা পাওয়ার জন্য ভোগান্তিতে পড়ছেন।"

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে