ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৫ ২২:০৩:৫৫
শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।

শনিবার (০৫ এপ্রিল) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ প্রধান উপদেষ্টা। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে তিনি নিজেই আলোচনা করবেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আশাকরি এর গ্রহণযোগ্য সমাধান হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে