ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সিলেটে চিকিৎসা নিয়ে আলোচনায় নাহিদ ইসলাম

২০২৫ এপ্রিল ০৫ ২১:৫৪:১৬
সিলেটে চিকিৎসা নিয়ে আলোচনায় নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম পায়ে আঘাত পেয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) নাহিদ সিলেটে পৌঁছান। ঈদ উপলক্ষে ব্যক্তিগত সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিলেট যান তিনি। কিন্তু ঢাকায় বিমানে উঠার পূর্বে হঠাৎ তার পা মচকে যায় এবং হাড়ে স্ক্র্যাচ পড়ে।

সিলেটে পৌঁছার পর তার পা ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। ফলে তিনি পা নাড়াতে পারছিলেন না। সিলেটে দলের এক নেতা তাকে বিমানবন্দরে রিসিভ করেন। তবে ঈদের ছুটি থাকায় চিকিৎসার ব্যবস্থা করতে অসুবিধা হয়।

এরপর সিলেটের অর্থপেডিক সার্জন ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়েরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নাহিদ ইসলামকে ইবনে সিনা অথবা আল হারামাইন হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

লোকসমাগম এড়ানোর উদ্দেশ্যে তিনি আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে ২০ মিনিটের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে নাহিদ ইসলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে, নাহিদ ইসলামের আল হারামাইনে চিকিৎসা নেয়ার খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই হাসপাতালে তার চিকিৎসার সঙ্গে বিদেশে অর্থপাচার অভিযোগে অভিযুক্ত সিলেটের ব্যবসায়ী মাহতাবুর রহমানের সম্পর্ক খুঁজতে চেষ্টা করেন। তবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এই আলোচনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি জানান, নাহিদ ইসলাম সিলেটে ব্যক্তিগত সফরে এসেছিলেন এবং বিমানে ওঠার আগে তার পায়ে আঘাত লেগেছিল। হাসপাতালে আসার পর তিনি চিকিৎসা নিয়ে দ্রুত শ্রীমঙ্গলে চলে যান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর