ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী ও প্রেমিক

২০২৫ এপ্রিল ০৫ ১৭:২৫:৪৫
নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী ও প্রেমিক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মনিরুজ্জামান (৩৬) নামের এক যুবকের গোপনাঙ্গ কর্তনের অভিযোগে তার স্ত্রী ও প্রেমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন মনিরুজ্জামানের স্ত্রী বিনা ওরফে ছোয়া এবং তার প্রেমিক তৌহিদ (৩০)।

পুলিশের ধারণা, পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে স্ত্রী ও তার প্রেমিক এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মনিরুজ্জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মনিরুজ্জামান ছোয়াকে বিয়ে করেন। তিনি আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত। চাকরির কারণে বেশিরভাগ সময়ই বাসায় থাকেন না মনিরুজ্জামান। এর ফলে ছোয়া বিভিন্ন যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হন।

মনিরুজ্জামান তৌহিদের সাথে ছোয়াকে পরকীয়ায় জড়িত হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে ছোয়ার সঙ্গে তার তর্কবিতর্ক হয়। রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মনিরুজ্জামানকে অজ্ঞান করেন ছোয়া এবং পরে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। এই ঘটনার পর ছোয়া বাসায় থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানিয়েছেন, শুক্রবার সকালে ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন, এবং রাতে স্ত্রী ও প্রেমিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার দুই মাস পর কেন অভিযোগ দায়ের করা হলো, এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান জানান, এই ঘটনার পর আমি বেশ কিছু দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম। কিছুটা সুস্থ হয়ে শুক্রবার সকালে অভিযোগ দায়ের করেছি।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে