ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

সারজিসের ১৩৫ গাড়ির শোভাযাত্রা নিয়ে তাসনিম জারার চিঠি

২০২৫ মার্চ ২৫ ২০:১৫:০২
সারজিসের ১৩৫ গাড়ির শোভাযাত্রা নিয়ে তাসনিম জারার চিঠি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে ভ্রমণ করেন এবং বাকি ১০০ কিলোমিটার পথ ১৩৫টি গাড়ির বহর নিয়ে অতিক্রম করেন। এর ফলে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি তার আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত করে প্রশ্ন তুলেছেন।

এমন একটি পরিস্থিতিতে, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সারজিস আলমের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন। তিনি নিজের ফেসবুক পেজে এ চিঠিটি শেয়ার করেন, যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

তাসনিম জারা তার চিঠিতে লিখেন, “প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।”

তাসনিম জারা চিঠিতে প্রশ্ন তুলেন, “কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো— এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।”

তিনি শেষ দিকে আশা প্রকাশ করেন, “আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।”

চিঠিটি শেষ করেন, “শুভেচ্ছান্তে, জারা আপু।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে