ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

২০২৫ মার্চ ০৪ ১৯:২৩:১১
‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় টিসিবির পণ্যের বস্তার গায়ে শোনা গেছে একটি পুরনো স্লোগান, যা প্রমাণ করে যে, কিছু জায়গায় এখনও আগের সরকারের প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এই দৃশ্যটি দেখা গেছে, যেখানে টিসিবির চালের বস্তার গায়ে লেখা ছিল, ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

টিসিবির বস্তার গায়ে এই স্লোগানটি একটি পুরনো সরকারের সময়কার স্লোগান। জানা যায়, ঠাকুরগাঁও জেলার প্রায় ৬০টি টিসিবি ডিলার পয়েন্ট রয়েছে, যেখানে এসব বস্তা সরবরাহ করা হয়। তবে স্থানীয় ডিলাররা জানান, অন্যান্য জেলাগুলোতে টিসিবির বস্তা পরিবর্তন করা হলেও ঠাকুরগাঁওয়ে এমন কোনো উদ্যোগ এখনও নেয়া হয়নি। অনেক ডিলার জানিয়েছেন, তাদের কাছে যেসব বস্তা সরবরাহ করা হয়েছে, তারা সেগুলোই ব্যবহার করে আসছেন।

সাইফুল ইসলাম, রাজিব, এবং বাবু নামে কিছু ডিলার জানান, তাদের কাছে আসা বস্তার গায়ে ঐ স্লোগান লেখা থাকলেও, কয়েকটি জায়গায় স্লোগানটি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ বস্তাতেই স্লোগানটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকেও এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা এখনও দেওয়া হয়নি।

এছাড়া, জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা মন্তব্য করেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক আওয়ামী সরকারের পতন হয়েছিল। তবে কিছু কিছু জায়গায় সরকারের প্রভাবশালী ব্যক্তিরা এখনও বহাল তবিয়তে রয়েছেন এবং সুকৌশলে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মাহমুদুল হাসান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেবেন না।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে