ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাহার কন্যা সূচনার সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ মার্চ ০৩ ১৬:১৩:০৫
বাহার কন্যা সূচনার সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে আদালত জরুরি পদক্ষেপ নিয়েছে। আদালত তাঁর উত্তরা আবাসিক এলাকার জমি এবং একটি ফ্ল্যাট জব্দের পাশাপাশি ৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। এসব ব্যাংক হিসাবের মধ্যে মোট ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া সোমবার (৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত জানায়, অভিযুক্ত তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান ফ্ল্যাট এবং জমি জব্দের পাশাপাশি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেছেন।

এখন পর্যন্ত তাহসীন বাহারের অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে আদালতের আদেশের মাধ্যমে তার অবৈধ সম্পদ স্থানান্তর এবং হস্তান্তর রোধ করা হবে।

এদিকে, দুদক জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় তাহসীন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে