ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করবো না’: সাবেক শিল্প প্রতিমন্ত্রী

২০২৫ মার্চ ০৩ ১২:২০:৫৭
‘মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করবো না’: সাবেক শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার আদালতে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন, “আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকেও অব্যাহতি নিয়েছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করবো না।”

সোমবার (৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে গ্রেফতার শুনানির সময় তিনি এই মন্তব্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

৭৬ বছর বয়সী কামাল আহমেদ মজুমদার আদালতে বলেন, “আমার চোখে সমস্যা, ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমি আর রাজনীতি করতে চাই না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। রাজনীতি থেকে ইস্তেফা দিলাম।” তিনি আরও জানান, “কারাগারে আমাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং একের পর এক মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে।”

তিনি আরও জানান, “আমার বয়স হয়েছে, এখন আমার নাতি-নাতনিদের সঙ্গে খেলার কথা ছিল। কিন্তু আমাকে কারাগারে রাখা হয়েছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করতে চাই না। আমি শুধু চাই, আমাকে চিকিৎসা দেয়া হোক।”

এর আগে, ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন এবং একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে