ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

রমজানে ছাত্রশিবিরের চমকপ্রদ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

২০২৫ মার্চ ০২ ১৩:১৯:১৩
রমজানে ছাত্রশিবিরের চমকপ্রদ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিত্র রমজান মাস উপলক্ষে একটি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ, ২ মার্চ ২০২৫ তারিখে, ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে:

শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা – রমজান মাসের প্রথমদিকে শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকদের মধ্যে উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্য রাখবে।

ইফতার মাহফিল – ছাত্রশিবির বিভিন্ন শাখায় ইফতার মাহফিল আয়োজন করবে। এই ইফতার মাহফিলগুলো সংগঠনের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফ্রি কোরআন উপহার – মাসব্যাপী ফ্রি কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ছাত্রশিবিরের সদস্যদের এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।

তেলাওয়াত এবং কোরআন শিক্ষা – ছাত্রশিবিরের সদস্যরা নিজে তেলাওয়াত করবেন এবং নতুন একজন শিক্ষার্থীকে কোরআন শেখানোর চেষ্টা করবেন। এটি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দায়িত্ব এবং সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে।

মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স – ছাত্রশিবির মসজিদভিত্তিক মক্তব এবং কোরআন তালিম কোর্স আয়োজন করবে, যেখানে শিক্ষার্থীরা কোরআন পাঠ এবং ইসলামিক শিক্ষা লাভ করতে পারবেন।

ইফতারসামগ্রী বিতরণ – অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে রমজানের সময় তাদের সঠিকভাবে ইফতার করা সম্ভব হয়।

রমজান ম্যানুয়াল ও ক্যালেন্ডার বিতরণ – ছাত্রশিবির শিক্ষার্থী, ব্যবসায়ী এবং হোটেল মালিকদের জন্য রমজান ম্যানুয়াল এবং ক্যালেন্ডার বিতরণের উদ্যোগ নেবে, যা রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও সময়সূচি সম্পর্কে জানাবে।

প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা ও সেমিনার – ছাত্রশিবির “প্রোডাক্টিভ রমাদান” শীর্ষক আলোচনা সভা, সেমিনার এবং কালচারাল ইভেন্ট আয়োজন করবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রমজানের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা প্রদান করবে এবং তা আরো ফলপ্রসূভাবে পালন করার প্রেরণা দেবে।

এই কর্মসূচি রমজান মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন শাখায় অনুষ্ঠিত হবে এবং এতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে