ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

রমজানে যে জেলায় ১০০ টাকায় মিলবে গরুর মাংস

২০২৫ মার্চ ০১ ১৮:৩২:৩৩
রমজানে যে জেলায় ১০০ টাকায় মিলবে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সাতক্ষীরা জেলা সদরে ১০০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস। রমজানের পবিত্রতা রক্ষা এবং সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

শনিবার (১ মার্চ) সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই আয়োজন করা হয়েছে এবং তারা দ্রুত এ কার্যক্রমের পূর্ণতা দেখতে পাবেন। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা লিটার দরে দুধ, এবং ৯ টাকা ৫০ পয়সা প্রতি পিস ডিম বিক্রি করা হবে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে