ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে রিজভীর বিস্ফোরক মন্তব্য

২০২৫ মার্চ ০১ ১৭:৪৯:১৫
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে রিজভীর বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার সময় তাদের নেতৃবৃন্দ অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কিত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা ফিলোসফি তিনি খুঁজে পাননি। তিনি বলেন, "এনসিপি এর প্রতিষ্ঠা অনুষ্ঠানে নেতারা নানা ভালো বক্তব্য দিলেও রাজনৈতিক দর্শন সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।"

শনিবার (১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে (আইডিইবি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, "আমার কাছে রাজনৈতিক দর্শন স্পষ্টভাবে উপস্থাপন হয়নি।"

রিজভী বাংলাদেশের রাজনীতির ইতিহাসের উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা জাতীয়তাবাদের একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছিলেন, যা পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ছিল। তবে তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল ১৯৭৫ সালের পর, যখন জিয়াউর রহমান দেশের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

এছাড়া তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর বাকশাল থেকে বের হয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পেছনে জিয়াউর রহমানের অবদান অপরিসীম। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।”

রিজভী বলেন, গণতন্ত্র এবং বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম, যা এখনো বিএনপি অনুসরণ করছে। তিনি বলেন, "আমরা দীর্ঘদিন জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, এসব নির্যাতন সহ্য করেছি বেগম খালেদা জিয়ার প্রেরণায়।"

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিবউননবী খান সোহেল, প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ-স্বেচ্ছা সেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজেড) সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে