ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় নাগরিক পার্টির যে চারটি জিনিস মুগ্ধ করার মতো

২০২৫ মার্চ ০১ ১৪:৩১:৫৩
জাতীয় নাগরিক পার্টির যে চারটি জিনিস মুগ্ধ করার মতো

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করেছে। এরই মধ্যে চলছে আলোচনা দলটি কেমন হবে, উদ্দেশ্য, গঠনতন্ত্র এসব নিয়ে। নেটিজনেরাও পিছিয়ে নেই।

অনেকে অনেক রকমের অভিমত দিচ্ছেন। তবে বেশিরভাগকেই মুগ্ধ করেছে যে চারটি জিনিস সেগুলো হচ্ছে:

১. পার্টির নাম ঘোষণা করেছেন শহীদ রাব্বির বোন। অন্যদলের নাম ঘোষণা করেছেন অতীতে শীর্ষ নেতারা।

২. মঞ্চে চেয়ার না রেখে সবাই হাটু গেড়ে বসেছিলেন। ঠিক আন্দোলনের সময়কার মতো। মেসেজটা পরিষ্কার, পারিবারিক নেতা নাই। এটা মিন করে অনেকজন নেতা আছেন।

৩. হাসনাত আব্দুল্লাহ সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন। এটা তাঁর ট্রেডমার্ক। যেই জার্সি পরে তিনি আন্দোলন করেছেন, সেই গেটআপ নিয়েই রাজনীতির মঞ্চে ওঠাটা সিম্বোলিক। এটা কাকতালীয় না।

৪. মাথায় লাল সবুজ পতাকা জড়িয়ে নাহিদ ইসলাম স্লোগান তুললেন, ক্ষমতা না জনতা? জনতা, জনতা। একদিন আগে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসা একজন নেতার মুখে এই স্লোগান যে কতটা সুন্দর ছিল, বলে বোঝানো যাবে না!!আদনান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে