ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

অভ্যুত্থানের সময়ের বিতর্কিত সচিব গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১১:২৭:০০
অভ্যুত্থানের সময়ের বিতর্কিত সচিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম (বুলবুল), যিনি জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে একটিমামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। সেখানে তিনি কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব পান। গুরুতর অভিযোগের ভিত্তিতে, সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

২০২৩ সালের ৯ অক্টোবর তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।অভিযোগ ওঠার পর তাকে সরকারের পক্ষ থেকে অবসরে পাঠানো হয়।

জাহাঙ্গীর আলমের গ্রেফতারের পর আরও তদন্ত চলবে এবং আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে