ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

গুমের শিকারদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে ড. ইউনূস

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১২:৩৮:৩৫
গুমের শিকারদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুমের অভিযোগের প্রেক্ষিতে আয়নাঘর (জয়েন্ট ইন্টারোগেশন সেল) পরিদর্শন করেছেন। বুধবার, ১২ ফেব্রুয়ারি, বেলা সাড়ে ১১টার দিকে, তিনি বিদেশি গণমাধ্যমকর্মী ও গুমের শিকারদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই পরিদর্শনে যান।

এর আগে, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তীতে, গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এই বৈঠকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছিলেন, শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনাগুলোর প্রকৃতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, ‘আয়নাঘর’ পরিদর্শনের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবে এবং তাদের মনের মধ্যে ভয় দূর হবে। এছাড়া, কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গুমের কিছু হৃদয়বিদারক ঘটনা তুলে ধরেন, যার মধ্যে ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে, যা তদন্তে বেরিয়ে এসেছে।

ড. ইউনূসের আয়নাঘর পরিদর্শনটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা গুমের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে