ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে: প্রধান উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ১৮ ২২:৫৩:৪০
নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময়ের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোন প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন।

মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সাথে আলোচনায় তিনি এ তথ্য জানিয়েছেন, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বর্তমানে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করতে কায়রোতে অবস্থান করছেন।

তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন, যার মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল।

ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সংকটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, তারা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে নজর দিচ্ছেন।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে