ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

পতনেও বিক্রেতা নেই যেসব প্রতিষ্ঠানের

২০২৪ ডিসেম্বর ১৮ ১৫:৩০:৫৪
পতনেও বিক্রেতা নেই যেসব প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৮ ডিসেম্বর) আবারও শেয়ারবাজারে পতনের ফ্যাকাশে চেহারা উম্মোচিত হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় সাড়ে ১৬ পয়েন্ট।

আজ ডিএসই-তে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে তিনগুণের বেশি পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে। আজ ৭৯টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫৮টির।

তবে এমন বেহাল দশার মধ্যে দুটি প্রতিষ্ঠান ছিল বিক্রেতাহীন। প্রতিষ্ঠানগুলোর শেয়ার বা ইউনিট কেনার জন্য বিনিয়োগকারীদের জমায়েত দেখা গেলেও বিক্রেতাদের উপস্থিতি ছিল না।

প্রতিষ্ঠানগুলো হলো-আইবিবিএল সেকেন্ড পারপিচ্যুয়াল মুদারাবা বন্ড ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং মিলস। অর্থাৎ একটি বন্ড, অন্যটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়া বন্ধ কোম্পানির শেয়ার।

প্রতিষ্ঠান দুটির মধ্যে আইবিবিএল সেকেন্ড পারপিচ্যুয়াল মুদারাবা বন্ডের দাম বেড়েছে ১৭০ টাকা ৫ শতাংশ।

অন্যদিকে, মিথুন নিটিংয়ের শেয়ার দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে