ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সূচকের সাথে বেড়েছে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর

২০২৪ ডিসেম্বর ১৭ ১৫:০৫:৫১
সূচকের সাথে বেড়েছে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে।

টানা ৬ কর্মদিবস পর রোববার শেয়ারবাজারে বড় উত্থান হয়। এতে কিছুটা স্বস্তি আসে বিনিয়োগকারীদের মাঝে। এরই মধ্যে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইসিবিকে দেওয়া ৩০০০ কোটি টাকা ঋণের অর্থ প্রতিষ্ঠানটির ব্যাংক হিসেবে যোগ হয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মাঝে শেয়ারবাজার নিয়ে আরো আস্থা তৈরি হয়। এই আস্থার কারণে মঙ্গলবারও উত্থান হয়েছে শেয়ারবাজারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা যত বেশি বাড়তে শেয়ারবাজার ততবেশি স্থিতিশীল হবে। দীর্ঘ দিন পতনে পড়ে থাকা শেয়ারবাজারে বিনিয়োগে ভয়ে আছেন বিনিয়োগকারীরা। হঠাৎই সেই ভয় থেকে বের হতে পারবে না বিনিয়োগকারীরা। তবে ধীরে ধীরে বিনিয়োগকারীদের ভয় কেটে গেলে বাজার আরো উন্নতি হবে। তখন শুধু বিনিয়োগকারীই নয় দেশেও শেয়ারবাজার থেকে উপকৃত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ পয়েন্টে উঠে। এরপর কিছুটা কমে আবার একই অবস্থানে যায় ১১টা ৮ মিনিটে। তবে এরপর উত্থানের মাত্রা কমতে থাকে। বাকি সময় উত্থানে উত্থানের মধ্যে থেকেই শেষ হয় লেনদেন।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১৪.২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন ১৪৬ কোটি ৬ লাখ টাকার বা ৪৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১০টির বা ৫৩.০৩ শতাংশের, কমেছে ১১০টির বা ২৭.৭৮ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭৬টির বা ১৯.১৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৯টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫০৭ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে