ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

২০২৪ নভেম্বর ২৬ ১৯:১৮:৫৬
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব এবং যুগ্নসচিব পদে পদোন্নতির জন্য ক্যাডারবহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবস্থান নেন।

তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৬ নভেম্বর আন্ত:মন্ত্রণালয় সভা হয়েছে। কিন্তু ২০ দিন পার হয়ে গেলেও সভার কার্যবিবরণী এখনো অনুমোদন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রেখেছেন। ফলে কর্মচারীদের মনে ক্ষোভ, হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছে।’

এর আগে সোমবার সকাল ১১টার দিকেও একই দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী সংগঠিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির অতিরিক্ত সচিবের দপ্তরে উপস্থিত হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পরে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগেও যান।

এছাড়া জাতীয় নবম পে-স্কেল ঘোষণা, আগের মতো টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনবর্হাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ভাতা, ১০০ ভাগ পেনশন পুনবর্হাল এবং পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তা-কর্মচারীরা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে