ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

‘জেড’ ক্যাটাগরিতে নামল আারও এক কোম্পানি

২০২৪ নভেম্বর ২৬ ১৭:১২:০৬
‘জেড’ ক্যাটাগরিতে নামল আারও এক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের হতাশ করে ‘জেড’ ক্যাটাগরিতে নামল বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এক সময়ে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় তালিকা কোম্পানিটির শেয়ার এখন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে নামার তথ্য জানিয়েছে। ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত দুই অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে, মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে। ২০১৫ সালে ন্যাশনাল ফিড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১৬ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস, ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর ধীরে ধীরে ডিভিডেন্ডের পরিমাণ কমে যায়। সর্বশেষ ২০২০ সালে ২ শতাংশ ক্যাশ, ২০২১ সালে ১ শতাংশ বোনাস ও ২০২২ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে