ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও দুই শেয়ারে সর্বোচ্চ মুনাফা

২০২৪ নভেম্বর ১৯ ১৬:২৫:৩৭
পতনেও দুই শেয়ারে সর্বোচ্চ মুনাফা

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো মঙ্গলবারও (১৯ নভেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ৭৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তাদের মধ্যে মাত্র দুইটি কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে।

কোম্পানি দুইটি হলো : এমারেল্ড অয়েল এবং নিটল ইন্স্যুরেন্স।

এমারেল্ড অয়েল

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৭ টাকা ৯০ পয়স। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে।ৎ

নিটল ইন্স্যুরেন্স

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩১ টাকা ৭০ পয়স। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানি দুইটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় শেয়ার দুইটির দর দিনের সর্বোচ্চ সীমা পর্যন্ত বেড়েছে। শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও যাদের হাতে শেয়ার রয়েছে তারা বিক্রি করা থেকে বিরত থেকেছে। এতে বিনিয়োগকারীরা শেয়ারগুলো থেকে মুনাফা পেয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে