ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনে অর্ধেক ভূমিকা ৮ কোম্পানির

২০২৪ অক্টোবর ১৭ ১৬:১১:৩২
বড় পতনে অর্ধেক ভূমিকা ৮ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক ; অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও (১৭ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় তিনশত কোম্পানির শেয়ার দর কমেছে। এর ফলে বড় পতন হয়েছে শেয়ারবাজারে। তবে বাজারের পতনে অর্ধেক ভূমিকা ৮ কোম্পানির।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২৩ পয়েন্ট কমেছে। এর মধ্যে ৮ কোম্পানির মাধ্যমে কমেছে ২৯.১২ পয়েন্ট বা মোট সূচকের ৫০ শতাংশ।

কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক এবং লাফার্জহোলসিম।

ব্র্যাক ব্যাংক

আগের দিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৩.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৭.৪৭ পয়েন্ট। যা বাজারকে পতনে ধরে রাখতে সর্বোচ্চ ভূমিকা।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৭.৩০ পয়েন্ট। যা বাজারকে পতনে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আগের দিন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৮.২৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৩.৪০ পয়েন্ট। যা বাজারকে পতনে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা।

বাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানির ভূমিকা রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩.০৯ পয়েন্ট, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২.৬০ পয়েন্ট, স্কয়ার ফার্মার ২.১২ পয়েন্ট, আইএফআইসি ব্যাংকের ১.৫৯ পয়েন্ট এবং লাফার্জহোলসিমের সূচক ১.৫৫ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থানে উঠাতে বা উত্থানে ধরে রাখতে বড় ভূমিকা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর। মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর আচরণ যখন নেতিবাচক তখন বাজার এমনিতেই পতনে থাকবে। তাই বিনিয়োগকারী আর বাজারের স্বার্থে মৌলভিত্তি কোম্পানিগুলোকে ইতিবাচক ধারায় ফিরতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে