ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৪৫৪ পয়েন্ট পতনের পর ৯৮ পয়েন্ট উত্থান

২০২৪ অক্টোবর ০৯ ১৬:০৬:১৭
৪৫৪ পয়েন্ট পতনের পর ৯৮ পয়েন্ট উত্থান

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ নভেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ৭৭৭ পয়েন্ট। তারপর থেকেই টানা পতনের বৃত্তে থাকে দেশের উভয় বাজার। মাঝখনে একদিন ডিএসইর সূচক ৯ পয়েন্ট বাড়লেও গতকাল মঙ্গলবার পর্যন্ত ডিএসইর সূচক কমেছে ৪৫৪ পয়েন্ট। বিপরীতে আজ সূচক বেড়েছে প্রায় ৯৯ পয়েন্ট।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ সেপ্টেম্বরের পর গত১০ কর্মদিবসের মধ্যে শেয়ারবাজার মাত্র একদিন ইতিবাচক প্রবণতায় থাকে। যা ছিল ০৩ অক্টোবর। ওইদিন ডিএসইর সূচক বাড়ে ৯ পয়েন্ট।

এছাড়া, বাকি ৯ কর্মদিনের মধ্যে প্রতিদিনই পতনের মাত্রা ছিল গভীর। এরমধ্যে ২৬ সেপ্টেম্বর সূচক কমেছিল ৯৭ পয়েন্ট এবং ০২ অক্টোবর কমেছিল ১৩৩ পয়েন্ট।

যার ফলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের অস্থিরতা বিরাজ করে। বিনিয়োগকারীরা এরমধ্যে বিএসইসির বিরুদ্ধে মতিঝিল ও শেরে বাংলা নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের দিনগুলোতে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ বেলায় বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে (বুধবার) আজ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিন্ন মেজাজে বাজার থেকেছে।

এদিন লেনদেনের শুরু থেকেই ইতিবাচক প্রবণতায় লেনদেন দেখা যায়। যা দিনভর অব্যাহত থাকে। লেননেদের এক পর্যায়ে বেলা ২টা ১০ মিনিটে ডিএসইর সূচক ১১২ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তবে শেষবেলায় অ্যাডজাস্টমেন্টের চাপে সূচকের উত্থান স্থির হয় প্রায় ৯৯ পয়েন্টে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস’ ১৮.১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৫.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৭৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৩৫৫ কোটি ৩৮ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ২৩ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৭টির বা ৮২.৫৮ শতাংশ, কমেছে ৩৭টির বা ৯.৩৪ শতাংশ এবং দর পরিবর্তন হয়নি ৩২টির বা ৮.০৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৫ হাজার ১৩৫ পয়েন্টে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে