ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলে হামলা ইরানের ‘বড় ভুল’

২০২৪ অক্টোবর ০২ ০৯:৫৪:০৮
ইসরায়েলে হামলা ইরানের ‘বড় ভুল’

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ‘বড় ভুল’ করেছে। এ জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

নেতানিয়াহু বলেন, ইরানি শাসকরা আমাদের প্রতিরক্ষা দৃঢ়সংকল্প এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের মনোবল বোঝে না। তিনি আরো বলেন, যে আমাদের ওপর হামলা করবে, আমরাও তাদের ওপরে হামলা করব, এটি আমাদের নীতি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী তার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, এই হামলা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। আমরা সফলভাবে এই হামলা প্রতিরোধ করেছি।

তিনি আরো বলেন, এই হামলা আমরা সবদিক থেকে ব্যর্থ তরে দিয়েছি। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিরোধ করেছে। আমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে