ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সাকিবকে নিরাপত্তা দেওয়া কঠিন: ক্রীড়া উপদেষ্টা

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৭:৩৩:০০
সাকিবকে নিরাপত্তা দেওয়া কঠিন: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৯ সেপ্টম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান তিনি।

তবে দেশে এসে সাকিবের খেলা নির্ভর করছে তার নিরাপত্তার ওপর। বিষয়টি নিয়ে কথা বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসানকে জনগণগত জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন। শেখ হাসিনাকেও দেওয়া যায়নি। তার পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।’

তিনি বলেন, নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে