ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কারসাজি নিয়ে যা বললেন সাকিব

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৮:৫১:২৩
শেয়ার কারসাজি নিয়ে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান শেয়ার কারসাজি নিয়ে বলেছেন, ‘আমার লাইফে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে আমি ট্রেডিংয়ে কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো।’

ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের ঠিক আগে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাকিবের সংবাদ সম্মেলেন উঠে আসে শেয়ারবাজারে কারসাজি আর হত্যা মামলার কথা।

সাকিব আল হাসান বলেন, আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, তাই স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ, তা আমার জন্য দুঃখজনক।’

সাংবাদিকদের প্রশ্নের পর অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন সেসব মামলার প্রাসঙ্গিকতা নিয়ে, ‘একটা কেইস (হত্যা মামলা) হয়েছে, সবারই রাইটস (অধিকার) আছে। বাট আপনারা সবাই জানেন এটা কেমন ধরণের কেইস ছিল। আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সো এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাকিব আল হাসান ছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তাকে আদাবরে গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি করা হয়।

এরপরে অবশ্য নিজ থেকেই কথা বলেছেন শেয়ারবাজার কারসাজি নিয়ে। যেখানে তাকে ৫০ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

শেয়ার কারাজি প্রসঙ্গে অলরাউন্ডার সাকিবের বক্তব্য, ‘এই সবগুলোয় এখন যে কেউ যার যার মতো করতেই পারে। তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে করতো, আমার জন্য হয়ত ভালো হতো। আমার জন্য মেন্টালি সহজ হতো।’

এসব অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরের জন্য। কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপিয়েট হবে।’

গুঞ্জন আছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে