ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পদত্যাগ করেছেন বিএসইসি`র কমিশনার ড. তারিকুজ্জামান

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৩:৫৩:৪৯
পদত্যাগ করেছেন বিএসইসি`র কমিশনার ড. তারিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স‌চিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তি‌নি।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এরই ধারাবাহিকতায় গত ১৫ সে‌প্টেম্বর বিএসইসির ক‌মিশনারদের দা‌য়িত্ব পুনর্বন্টন করে ড. তারিকুজ্জামানকে দপ্তর‌বিহীন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মে বিএসইসির কমিশনার হিসেবে চার বছরের জন্য ড. এ টি এম তারিকুজ্জামানকে নিয়োগ দিয়েছিল সরকার।

এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে