ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে উত্থান পতনের বড় চমক

২০২৪ জুলাই ০৮ ১৫:১২:৩৫
শেয়ারবাজারে উত্থান পতনের বড় চমক

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ারবাজারে উত্থান-পতনের বড় চমক দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যায়। যদিও আগের দিন রোববারবড় ইতিবাচক প্রবণতায়লেনদেন শেষ হয়েছিল।

আজ লেনদেনের শুরুর ০৬ মিনিটের মাথায় বাজার হঠাৎ করে নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। তবে কিছুক্ষণ পরই নেতিবাচক প্রবণতা কাটিয়ে আবার ইতিবাচক প্রবণতায় ফেরে। লেনদেনের ২৬ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২৬ পয়েন্ট বেড়ে লেনদেন হয়।

বাজারে এই সময়ে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ দেখা যায়। ফলেবাড়তে থাকে সেল প্রেসার। ধারাবাহিকভাবে সেল প্রেসারে বাজার দ্রুত নামতে থাকে। দুপুর ১২টা ২০ মিনিটে ডিএসইর সূচক ৩৮ পয়েন্ট মাইনাস হয়ে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়।

তবে বড় বিনিয়োগকারীদের বাই প্রেসার বাড়তে থাকলে সূচকের মাইনাস কমতে থাকে। এক পর্যায়ে বাজার আবার উত্থানের দিকে মোড় নেয়। এভাবে উত্থান পতনের স্বাভাবিক ধারা চলতে থাকে।শেষ বেলায় বাজার অল্প কিছু ইতিবাচক রেখে দিনের লেনদেন শেষ করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ দুই কারণে বাজারে বড় উত্থান ও পতনের চিত্র দেখা গেছে। প্রথমত, তিন-চার দিন আগে যারা শেয়ার কিনেছিলেন, তারা আজ অনেক শেয়ারে মুনাফায় ছিলেন। মুনাফা তোলার প্রবণতায় বাজার আজ কিছুটা চাপে থাকে।

দ্বিতীয়ত, বড় বিনিয়োগকারীরা শেয়ার সংগ্রহ করতে মাঝে মধ্যেই পতনের শঙ্কা তৈরি করছে।যার কারণে হঠাৎ করে বাজার বড় পতনে টার্ন নিচ্ছে। আবার তাদের বাই প্রেসারে বাজারে আবার স্বাভাবিক ছন্দ ফিরে আসছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, উত্থান-পতনের মধ্যেই বাজার সামনের দিকে এগিয়ে যাবে। যে কারণে বিনিয়োগকারীদের সাবধানতার সাথে লেনদেন করতে হবে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ সোমবার (০৮ জুলাই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছিল ২১২টির, কমেছিল ৪২টির এবং অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে