ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় লেনদেনের পরও ব্যাক গিয়ারে পাঁচ শেয়ার!

২০২৪ জুলাই ০৬ ১৫:৪৯:৫৭
বড় লেনদেনের পরও ব্যাক গিয়ারে পাঁচ শেয়ার!

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৮ কোম্পানির শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু বড় ইতিবাচক বাজারেও লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানির শেয়ার দাম ছিল নেতিবাচক প্রবণতায়।

কোম্পানিগুলো হলো-ইউনিলিভার কনজিউমার কেয়ার, সী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্য ইউনিলিভার ও রূপালী লাইফের শেয়ার আগের সপ্তাহে ইতিবাচক ছিল। কিন্তু বাকি তিন কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা ও এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার আগের সপ্তাহেও নেতিবাচক ছিল। তার মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দাম গত জুন মাসজুড়েই ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবণতার মধ্যে লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর শেয়ারের সাম্প্রতিক দাম পরিস্থিতি নিচে তুলে ধরা হলো-

এশিয়াটিক ল্যাবরেটরিজ

চলতি বছরের ০৬ মার্চ মাস এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন শুরু করে। প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যের শেয়ারটি প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে ১০ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে বিক্রেতাশুন্য হয়ে হল্টেড থাকে। ৫০ টাকায় পৌছার পর শেয়ারটির স্বাভাবিক লেনদেন শুরু হয়। এই দামে অর্থাৎ ৫০ টাকার ঘরে কিছুদিন থাকার পর গত ১২ মে শেয়ারটি ৭৮ টাকার ওপরে লেনদেন হয়। তারপর থেকেই দেখা যায় ধারাবাহিক সংশোধন। সর্বশেষ বৃহস্পতিবার শেয়ারটির দাম ৫০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এতে দেখা যায়, এক মাস ২২ দিনের ব্যবধানে শেয়ারটির দাম কমেছে ২৭ টাকা ৩০ পয়সা বা ৩৫ শতাংশ।

রূপালী লাইফ ইন্সুরেন্স

গত ২৩ এপ্রিল রূপালী লাইফের শেয়ার ১২৪ টাকায় লেনদেন হয়েছে। তারপর ধীরে ধীরে দাম বাড়তে থাকে। গত বছর ২৪০ টাকার ওপরে উঠা শেয়ারটির দাম গত ৩০ জুন ১৯৭ টাকায় উঠে। তারপর থেকে সংশোধন প্রবণতায় রয়েছে। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ১৮৭ টাকা ৩০ পয়সায়।

ইউনিলিভার

গত ০৩ জুন ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার দাম ছিল ১৯৪৮ টাকায়। তারপর থেকে শেয়ারটির দাম বাড়তে থাকে। সর্বশেষ শেয়ারটির দাম ২৯২৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। মৌলভিত্তির এই শেয়ারটির দাম দীর্ঘদিন যাবত ২ হাজার টাকার নিচে তলানিতে পড়েছিল। সাম্প্রতিককালে এর ভালো মুনাফার খবর আসার এটির সামনে এগুচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির ডিভিডেন্ড দেয়ার হার অনুযায়ি এর শেয়ার দাম অন্তত ৩ হাজার টাকার ওপরে থাকা উচিত। এক সময়ে কোম্পানিটির শেয়ার ৫ হাজার টাকার ঘরে লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা

শেয়ারবাজারে অন্যতম মৌলভিত্তির শেয়ার হিসাবে বিবেচিত স্কয়ার ফার্মার শেয়ার গত ১১ জুন ১৯৮ টাকায় লেনদেন হয়েছে। যা ছিল কোম্পানিটির তলানি দাম। সর্বশেষ শেয়ারটি ২১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। শেয়ারটি যেভাবে বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়, সেই হিসাবে শেয়ারটির দাম কমপক্ষে ৩০০ টাকায় থাকা উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সী পার্ল রিসোর্ট

দুই বছর আগে ২৪০ টাকার ওপরে লেনদেন হওয়া সী পার্ল রিসোর্টের শেয়ার দাম কিছু দিন আগে ৮০ টাকার নিচে নেমে যায়। গত ২৩ মে শেয়ারটির দাম ৮৭ টাকায় লেনদেন হয়। এরপর ধীরে ধীরে বেড়ে ২৩ জুন ৯৮ টাকায় ওঠে। তারপর ফের সংশোধন। সর্বশেষ শেয়ারটির দাম ৯৩ টাকায় লেনদেন হয়েছে। বাজারে গুঞ্জন রয়েছে, শেয়ারটি আবারও ভালো প্রাইজ করতে পারে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে