ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার ঘুরানোর পেছনে ৮ কোম্পানির শেয়ার

২০২৪ জুলাই ০২ ১৫:৫৮:২৮
বাজার ঘুরানোর পেছনে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম দিনের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের (মঙ্গলবার) শুরুতে উভয় বাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। এদিন লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৩০ পয়েন্ট পড়ে যায়। তারপর ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়ায়। শেষ বেলায় ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়ায় পৌনে ১২ পয়েন্ট। এদিন ডিএসই-তে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। যার মধ্যে ৮টি কোম্পানির দাম বাড়াতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, নাভানা ফার্মা, উত্তরা ব্যাংক, মালেক স্পিনিং, আফতাব অটোমোবাইল ও অরিয়ন ফার্মা।

আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে বেক্সিমকো ফার্মার অবদান রয়েছে৪.১৭ পয়েন্ট, জেনেক্স ইনফোসিসের ১.১৬ পয়েন্ট, এডিএন টেলিকমের ১.১৪ পয়েন্ট, নাভানা ফার্মার ১.১২ পয়েন্ট, উত্তরা ব্যাংকের ১.০৫ পয়েন্ট, মালেক স্পিনিংয়ের ১.০৩ পয়েন্ট, আফতাব অটোমোবাইলের ১.০৩ পয়েন্ট ও অরিয়ন ফার্মার ১.০৩ পয়েন্ট।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে