ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে রেনাটার সাড়ে ৫২ কোটি টাকার লেনদেন

২০২৪ জুন ২৫ ২৩:০২:২৮
ব্লকে রেনাটার সাড়ে ৫২ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ (২৫ জুন) ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির বিশাল লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে কোম্পানিটির এক হাওলায় ৬ লাখ ৭৭ হাজার ৪০০ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য ছিল ৫২ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা। ব্লকে প্রতি শেয়ারের মূল্য ছিল ৭৭৬ টাকায়। যা পাবলিক মার্কেটে ছিল ৭২৪ টাকা ৫০ পয়সা।

গত কিছুদিন যাবত পাবলিক মার্কেটে কোম্পানিটির শেয়ারের লেনদেন বেড়েছে। যুক্তরাজ্যে কোম্পানিটির শেয়ার রপ্তানির খবরে শেয়ারটির এমন লেনদেন বেড়েছে। লেনদেন বাড়ার পাশাপাশি এই সময়ে কোম্পানিটির শেয়ার দামও বেড়েছে।

সর্বশেষ ৩০ জুন ২০২৩ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩ টাকা ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৬২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৬৬ টাকা ৮৭ পয়সা।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে