ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনপুত্র হান্টার

২০২৪ জুন ১১ ২২:৩২:২৪
অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনপুত্র হান্টার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তিনটি অস্ত্র মামলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়্যারের একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রাখার অনুমতি চেয়ে সরকারি আবেদনপত্র পূরণ করার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে তথ্য গোপন করেছেন।

সে সময় মাদক (কোকেন) সেবনকরা অবস্থাতেই তিনি ১১ দিন অবৈধভাবে নিজের কাছে আগ্নেয়াস্ত্রটি রেখেছিলেন। তবে হান্টার নিজেকে নির্দোষ দাবি করেছেন।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের ছেলে হান্টার বিডেনের পক্ষে মেয়ে নাওমি বিডেন আদালতে সাক্ষ্য দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাক্ষ্য নেয়নি আদালত।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিচারে দোষী প্রমাণিত হলে তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না।

শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে