ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

রূপালী ব্যাংকের ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ জুন ০৮ ২১:২২:৩৯
রূপালী ব্যাংকের ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ শনিবার (০৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। শেয়ারবাজর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ৩০ এপ্রিল অনুষ্ঠিত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয় ১ টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের চেয়ে ১২১ শতাংশ বেশি।

তারপর ও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে। এটি নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে ডিভিডেন্ড ঘোষণার সুযোগ চেয়ে ব্যাংকটির পক্ষ থেকে আবেদন করা হলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে। এর আলোকেই আজ পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয় ।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে