ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র-কানাডা-অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

২০২৪ মে ০২ ১২:২৭:৫৬
যুক্তরাষ্ট্র-কানাডা-অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

প্রবাস ডেস্ক : ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটি। নতুন খবর হল- কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, নিউইয়র্কের টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে।

তিনি জানান, সিনেমাটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও মুক্তি পাচ্ছে। এসব দেশের দর্শকদের জন্য এটি যেমন আনন্দের সংবাদ, আমার জন্য এটি আরও বেশি খুশির খবর।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।

শেয়ারনিউজ, ০২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে