ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে সোহম

২০২৪ মে ০২ ০৯:৩১:৪২
তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে সোহম

বিনোদন ডেস্ক : কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমে বেহাল অবস্থা। এদিকে এই অসহনীয় গরমে চলছে লোকসভা ভোটের প্রচার। উত্তর থেকে দক্ষিণ প্রচারণা পুরোদমে চলছে।

শুধু প্রার্থী নন, দলীয় বিধায়ক, নেতা থেকে শুরু করে মন্ত্রী-তারকারাও নির্বাচনী রোড শো ও প্রচারণায় অংশ নিচ্ছেন।

কয়েকদিন আগে তীব্র তাপপ্রবাহে প্রচারে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী, যিনি তৃণমূলের বিধায়কও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকদিন থেকেই দলীয় প্রার্থীদের সমর্থনে চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী প্রচার কাজে ছিলেন। সম্প্রতি সোহম মালদহে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। লু (গ্রীষ্মকালের অতিশয় উত্তপ্ত বায়ুপ্রবাহ) লেগেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন সোহম চক্রবর্তী। গরমে টানা প্রচারে বেরিয়ে জ্বর, ডায়েরিয়ায় কাবু ছিলেন এই অভিনেতা। তবে এখন তিনি ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।

সোহমের অসুস্থার খবর পেয়ে প্রচারের ফাঁকে মঙ্গলবার তাকে দেখতে গিয়েছিলেন অভিনেতা দেব। সোমবার তাকে দেখতে এসেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।

শেয়ারনিউজ, ০২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে