ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমি আমার শরীর নিয়ে লজ্জিত নই: নোরা ফাতেহি

২০২৪ এপ্রিল ২৭ ১২:০০:২৮
আমি আমার শরীর নিয়ে লজ্জিত নই: নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম গার্ল নামে পরিচিত অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি।

মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি।

নিজের শরীর নিয়ে বহুবার ট্রলের স্বীকার হয়েছে এই অভিনেত্রী। বিশেষ করে পাপারাজ্জিরা খুব সচেতনভাবে তার শরীরের বিভিন্ন অংশ জুম-ইন করে থাকেন। এসব বিষয়ে মিডিয়ার সাথে খোলামেলা কথা বলেছেন নোরা।

অভিনেত্রীদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার ভাষায়— ‘আমার মনে হয়, আমার মতো নিতম্ব তারা কখনো দেখেনি।’

বলেন, শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না। কারণ তাদের নিতম্ব খুব একটা আবেদনময়ী নয়। তবে অপ্রয়োজনীয়ভাবে তাদের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়।’

নোরা ফাতেহি তার শরীর নিয়ে গর্বিত। তার ভাষায়— ‘আমি আমার এই সুন্দর শরীর নিয়ে আনন্দিত এবং গর্বিত। এটি আমার সম্পদ। আমি আমার শরীর নিয়ে লজ্জিত নই।’

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’।

আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। তা ছাড়াও বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে