ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসই’তে ১ ঘন্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা

২০২৪ মার্চ ২৪ ১০:৪৩:১৯
ডিএসই’তে ১ ঘন্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ০৭০ পয়েন্টে।

আজ প্রথম ঘন্টায় ডিএসইতে ৩৭৩ টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে