ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ট্রান্সকম গ্রুপের সিইও’র বিরুদ্ধে এবার ভাই হত্যার মামলা

২০২৪ মার্চ ২৩ ২২:৩০:১৯
ট্রান্সকম গ্রুপের সিইও’র বিরুদ্ধে এবার ভাই হত্যার মামলা

নিজস্ব প্রতিবেদক : এবার ভাইকে হত্যার অভিযোগ এনে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা করেন তিনি। মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সিমিন রহমানের ছেলে ও ট্রান্সকম লিমিটেডের হেড অফ ট্রান্সফরেশন যারাইফ আয়াত হোসেন, কর্পোরেট অ্যাফেয়ারসের (আইন) নির্বাহী পরিচালক মো. ফখরুজ্জামান ভূঁইয়া (৬০), কর্পোরেট ফাইনান্সের পরিচালক মো. কামরুল হাসান (৬১), কর্পোরেট অ্যাফেয়ার্সের ম্যানেজার সেলিনা সুলতানা (৪৫), কর্পোরেট অ্যাফেয়ার্সের ম্যানেজার কেএইচ মো. শাহাদত হোসেন (৫০), এসকেএফ ফার্মাসিউটিক্যালসের মেডিক্যাল অ্যাফেয়ার্স ম্যানেজার ডা. মুরাদ (৫০), মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মো. মুজাহিদুল ইসলাম (৫৫), মো. জাহিদ হোসেন (৫৫), রফিক (৫৫) ও মিরাজুল (৪০) ।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হারুন অন রশীদ জানিয়েছেন, আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায় গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি আসলে ছায়া তদন্ত করা হবে।

তিনি বলেন, দোষী স্বাবস্ত হলে সকল আসামিকে গ্রেপ্তার করবে ডিবি পুলিশ।

এর আগে গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে গত ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় এসব মামলা দায়ের করেন শাযরেহ হক।

উল্লেখ্য, লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এখন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। তার বড় মেয়ে সিমিন রহমান গ্রুপের সিইও। আর নাতি যারেফ আয়াত ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন। ছোট মেয়ে শাযরেহ হকও ট্রান্সকম গ্রুপের একজন পরিচালক।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে