ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

১৯ কোটি টাকার কোম্পানির ৯৬ কোটি টাকা মুনাফা

২০২৪ মার্চ ১২ ১৪:২৪:২৮
১৯ কোটি টাকার কোম্পানির ৯৬ কোটি টাকা মুনাফা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। বিপরীতে ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরে কোম্পানিটি ৯৬ কোটি টাকার মুনাফা করেছে। এর মধ্যে ৫৭ কোটি ৮২ লাখ টাকা বা ৬০.১৩ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ৮ বছরের ইতিহাসে কোম্পানিটি ৩০০ শতাংশের নিচে ডিভিডেন্ড দেয়নি।

আগের বছর ২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬০ টাকা ৬৪ পয়সা হিসেবে নিট ৭৩ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ২৪০ শতাংশ ক্যাশ ও ৬০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্তঅর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৭ টাকা ২৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনিলিভার আগামী ১৪ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।

শেয়ারনিউজ ১২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে