ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

২০২৪ মার্চ ০৭ ১৬:৩৪:২৫
টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ফার্মা খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ।

বৃহস্পতিবার (০৭ মার্চ) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯০২ তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নিমার্ণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক খণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০শে জুন ২০২৩ সালের আর্থিক বিবরনী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৭ টাকা ৭৪ পয়সা। আর পুন’মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২২ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ টাকা ০৮ পয়সা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩ টাকা ২৫ পয়সা ৷

টেকনো ড্রাগস লিমিটেড কাট অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

অনেক শেয়ারের দাম ইতিহাসে সর্বনিম্ন

শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে