ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৫ টাকা সম্পদের লোকসানি কোম্পানির শেয়ারদর ৬ গুণ!

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ০৭:৩১:২৯
৫ টাকা সম্পদের লোকসানি কোম্পানির শেয়ারদর ৬ গুণ!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ার প্রতি সম্পদ ছিল ২০১৯ সালে ১৪ টাকা ৮৭ পয়সা। তারপর ধারাবাহিক লোকসানে কোম্পানিটির সম্পদ কমেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫ টাকা ৪৪ পয়সায়।

এদিকে, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারেনি।

কিন্তু ডিভিডেন্ড দিতে না পারা ৫ টাকা ৪৪ পয়সার কোম্পানিটির শেয়ারদর কারসাজির বদৌলতে ৬ গুণ বেশি দামে লেনদেন হচ্ছে। গত কয়েক কর্মদিবস কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই সর্বোচ্চ দামে ক্রেতাশুন্য হয়ে পড়ছে। যা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করেন না বাজার সংশ্লিষ্টরা।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৪৪ পয়সা।

ডিএসই তথ্য অনুযায়ি, লোকসানে থাকায় গত চার বছরে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি কোম্পানিটি। সর্বশেষ ২০১৯ সালের ৩০ জুন অর্থবছরে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর ওইবারই প্রথম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

২০১৩ সালে তালিকাভুক্তসেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ ৫২ কোটি ৮১ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৫.৮৯ শতাংশ. প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৬০ শতাংশ রয়েছে।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে