ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘বি’ গ্রুপের ৬ শেয়ারে সর্বোচ্চ মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৪:৪১:৩৯
‘বি’ গ্রুপের ৬ শেয়ারে সর্বোচ্চ মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘বি’ গ্রুপের ৬ শেয়ারে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন। শেয়ারগুলো হলো-খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যারামিট সিমেন্ট, এসএস স্টিল, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, কোপারটেক ইন্ডাস্ট্রিজ ও বিডি থাই ফুড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএইস) সূত্রে এই তথ্য জানা গেছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা কোম্পানিটির মুনাফা পেয়েছে ৬০.২৬ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে আসার পর এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ রেকর্ড রিটার্ন। এর আগে এক সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার থেকে এতো বেশি পরিমাণে মুনাফার মুখ দেখেনি।

সপ্তাহের শুরুতে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর ছিল ৩১ টাকা ২০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৬০.২৬ শতাংশ।

কোম্পানিটির উৎপাদন দীর্ঘদিন যাবত বন্ধ। সর্বশেষ কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১১ টাকা। কোম্পানিটি ২০২০ সালের পর বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

অ্যারামিট সিমেন্ট

গেল সপ্তাহে বিনিয়োগকারীদের দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা দিয়েছে অ্যারামিট সিমেন্ট। সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে মুনাফা পেয়েছে ৩১.০১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৩১.০১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৮৮ পয়সা। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

এসএস স্টিল

আলোচ্য সপ্তাহে এসএস স্টিল বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছে ২১.৩৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৭০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২১.৩৭ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। আগের বছর আয় ছিল ০২ পয়সা। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ইভিন্স টেক্সটাইল-ইটিএল

বিদায় সপ্তাহে ইভিন্স টেক্সটাইল বা ইটিএল বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছে ২১.১৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৭০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২১.৩৭ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। আগের বছর লোকসান ছিল ২৬ পয়সা। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

কোপারটেক ইন্ডাষ্ট্রিজ

আলোচ্য সপ্তাহে কোপারটেক ইন্ডাষ্ট্রিজ বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছে ২০.০৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা ৪০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৭০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ২০.০৮ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। আগের বছর আয় ছিল ২২ পয়সা। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম

গেল সপ্তাহে বিডি থাই অ্যালুমিনিয়াম বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছে ২০.০৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা ৯০ পয়সা। সপ্তাহশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ২০.০৮ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। আগের বছর আয় ছিল ৪৭ পয়সা। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

সেরা ৪ টি টেক্সটাইল স্টক রিভিউ

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে