ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থানেও ভালো মানের ৬ প্রতিষ্ঠানের ভরাডুবি

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৯:২৭:৪৮
বড় উত্থানেও ভালো মানের ৬ প্রতিষ্ঠানের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচকের বড় লাফ দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে আজ ৬০ পয়েন্টের বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ অন্তত ৩০টি প্রতিষ্ঠান বিক্রেতাহীন অবস্থায় হল্টেড ছিল। এছাড়া, ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম আজ ৫ শতাংশের বেশি বেড়েছে।

কিন্তু এমন উত্থানের মধ্যেও ‘এ’ ক্যাটাগরির ৬ প্রতিষ্ঠানের আজ ভরাডুবি হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দিয়েছে। যে কারণে প্রতিষ্ঠানগুলো ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

প্রতিষ্ঠানগুলো হলো-প্রাইম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজেনশ্বর, রূপালী লাইফ ইন্সুরেন্স, আইসিবি থার্ড এনআরবি, কর্ণফুলী ইন্সুরেন্স ও এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।

তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগের বছর ১০ শতাংশ ডিভিডেন্ড দিলেও সর্বশেষ ২০২৩ সালে অনেকগুলোর ডিভিডেন্ড ১০ শতাংশের নিচে নেমে গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ প্রাইম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দাম কমেছে ৬.২২ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৪.০১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.২৭ শতাং, আইসিবি থার্ড এনআরবির ৩.০৩ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ২.৫৪ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.০৮ শতাংশ।

শেয়ারবাজারে সূচকের এমন বড় লাফের মধ্যেও আলোচ্য প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের মন ভালো নেই।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে