ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ রিটার্ন পেয়েছে ‘এ’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ জানুয়ারি ২৬ ১৭:৪৬:২৮
সর্বোচ্চ রিটার্ন পেয়েছে ‘এ’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের চাপে বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ঘুম যেন হারাম হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮০ পয়েন্টের বেশি। আলোচ্য সপ্তাহে ৩০৮টি প্রতিষ্ঠানের দর কমেছে। এরমধ্যে ৭৬টি প্রতিষ্ঠানের দর কমেছে ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

এমন অবস্থায়ও ‘এ’গ্রুপের ৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে ৫ শতাংশ থেকে ২৭ শতাংশ পর্যন্ত। শেয়ারদর বাড়াতে এসব কোম্পানির বিনিয়োগকারীরা পতনের বাজারেও কিছুটা খোস মেজাজে রয়েছে।

কোম্পানিগুলো হলো-আফতাব অটোমোবাইলস, কর্ণফুলী ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, প্রাইম ব্যাংক, বার্জার পেইন্টস, নাভানা সিএনজি, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ রিটার্ন পেয়েছে আফতাব অটোমোবাইলসের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭.৩০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে কর্ণফুলী ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ২১.৩০ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৭.৮৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৬.৯৮ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.৭৫ শতাংশ, নাভানা সিএনজির ৬.৫৯ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.৯৫ শতাংশ।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে ‘এ’ গ্রুপের ফিনিক্স ফাইন্যান্সের দর বেড়েছে ৪.৯১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪.৭৫ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৫৮ শতাংশ, রিলায়েন্স-ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৩.৯৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্সে ৩.৭২ শতাংশ ও সিটি জেনারেন ইন্সুরেন্সের ৩.৬৭ শতাংশ।

শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে