ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভাগ্য খুলেছে শীর্ষ মূলধনী চার কোম্পানির

২০২৪ জানুয়ারি ২১ ০৮:০০:১১
ভাগ্য খুলেছে শীর্ষ মূলধনী চার কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সূচকের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শীর্ষ মূলধনী কোম্পানিগুলো। ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে এই শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চার কোম্পানির ভাগ্য খুলেছে। কোম্পানি দুটি দীর্ঘদিন পর ফ্লোর প্রাইসে গন্ডি পেরিয়ে আজ রোববার থেকে লেনদেন হবে। তবে শীর্ষ বাকি ৮ কোম্পানির শেয়ার এখনো ফ্লোর প্রাইসের বৃত্তে বন্দী থাকবে।

ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ চার কোম্পানির শেয়ার আজ রোববার থেকে ফ্লোর প্রাইস গন্ডির বাইরে এসে লেনদেন করবে। যেগুলো হলো-স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, বিকন ফার্মা ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

অন্যদিকে, ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে বাকি শীর্ষ ছয় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি-বেক্সিমকো, গ্রামীণফোন, রেনেটা, বেক্সিমকো ফার্মা ও ইসলামী ব্যাংক ফ্লোর প্রাইসের বৃত্তের মধ্যে থেকেই লেনদেন করবে।

তথ্য অনুসারে, ফ্লোর প্রাইসের বাইরে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজারের মোট ফ্রি ফ্লোট মূলধনের ৭ শতাংশই কোম্পানিটির দখলে। ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ১২ হাজার ১৪৯ কোটি ৯০ লাখ টাকা। ফ্রি ফ্লোট বাজার মূলধন বিবেচনায় শীর্ষে অবস্থান করছে ওষুধ খাতের কোম্পানিটি। আজ থেকে কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের বাইরে থেকে লেনদেন হবে।

তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মোট ফ্রি ফ্লোট মূলধনের ৪.৩০ শতাংশ তাদের দখলে। ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ৭ হাজার ৪০৮ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে থেকেই লেনদেন হবে।

ফ্রি ফ্লোট শেয়ারের হিসাবে বাজার মূলধনে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির অবস্থান তৃতীয়। কোম্পানির দখলে রয়েছে মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ৪ শতাংশ, যার পরিমাণ ৬ হাজার ৯১৯ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে থেকেই লেনদেন হবে।

চতুর্থ অবস্থানে থাকা রেনাটার দখলে রয়েছে মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ৩.৯০ শতাংশ, যার পরিমাণ ৬ হাজার ৮০৪ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে থেকেই লেনদেন হবে।

পঞ্চম অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার দখলে রয়েছে মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ২.৬০ শতাংশ, যার পরিমাণ ৪ হাজার ৫৫৬ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে থেকেই লেনদেন হবে।

ফ্রি ফ্লোট বাজার মূলধনের ২.৩০ শতাংশ দখলে রয়েছে ষষ্ঠ অবস্থানে থাকা বিকন ফার্মার, যার পরিমাণ ৩ হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকা। আজ থেকে কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের বাইরে থেকে লেনদেন হবে।

বাজার মূলধনের দিক দিয়ে শেয়ারবাজারের শীর্ষস্থানীয় কোম্পানি হলেও ফ্রি ফ্লোট শেয়ারের হিসাবে বাজার মূলধনে গ্রামীণফোনের অবস্থান সপ্তম। কোম্পানির দখলে রয়েছে মোট ফ্রি ফ্লোট বাজার মূলধনের ২.২০ শতাংশ।

এর পরে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারের। ফ্রি ফ্লোট বাজার মূলধন এই তিন কোম্পানির দখলে রয়েছে যথাক্রমে ১.৮০, ১.৭০ ও ১.৬০ শতাংশ। কোম্পানি তিনটির মধ্যে ইসলামী ব্যাংক ছাড়া বাকি দুটির শেয়ার আজ রোববার থেকে ফ্লোর প্রাইসের বাইরে থেকে লেনদেন হবে।

ফ্লোর প্রাইস প্রত্যাহার সংক্রান্ত টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে এখানে ক্লির্ক করুন

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে