ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাওনাদারদের সুখবর দিল ইভ্যালি

২০২৪ জানুয়ারি ১৪ ১০:৪৫:৫৫
পাওনাদারদের সুখবর দিল ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল জানিয়েছেন, পুরানো গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দুমাসের মধ্যে ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা। পাশপাশি মে মাসের প্রথম সপ্তাহ থেকে পুরানো গ্রাহকদের দেনা পরিশোধ শুরু হবে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে একথা বলেন ইভ্যালির সিইও।

মোহাম্মদ রাসেল বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ইভ্যালির পুরানো গ্রাহকদের দেনা পরিশোধ শুরু হবে। এর আগে মার্চ মাসের মধ্যে পুরানো গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন ও অর্ডার সংক্রান্ত সব তথ্য নতুন অ্যাপে প্রকাশ করা হবে। তিনি জানান, গ্রাহক এবং মার্চেন্ট মিলে আনুমানিক পাঁচশ কোটি টাকা দেনা রয়েছে। এরমধ্যে গ্রাহকরা ৩৫০ কোটি আর মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা। সবার পাওনাই পরিশোধ করা হবে। সম্পূর্ণ দেনা শোধ করতে দুই থেকে তিন বছর সময় লাগবে।

ইভ্যালির সিইও বলেন, জাতীয় নির্বাচনের কারণে ‘বিগ ব্যাং’ অফারের আওতায় গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। কিন্তু কোনো অর্ডার ফেইল করেনি। অর্থাৎ কেউ পণ্য পায়নি এমন অভিযোগ নেই।

রাসেল বলেন, গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে সরাসরি ফেরত নেবে ইভ্যালি। এক্ষেত্রে কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেয়া হবে। ইভ্যালির নিবন্ধিত কোনো সেলারের পণ্য গুণগত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাদের প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। তারপর থেকেই গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনসহ নানা অফার ও পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেক মামলা হয়।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে