ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উভয় স্টক এক্সচেঞ্জে ৪ প্রতিষ্ঠানের দাপট

২০২৪ জানুয়ারি ০২ ১৭:০৬:২৭
উভয় স্টক এক্সচেঞ্জে ৪ প্রতিষ্ঠানের দাপট

নিজস্ব প্রতিবেদক : আজ ২ জানুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখালো শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিামার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং লিবরা ইনফিউশন। এদিন সর্বোচ্চ দর বৃদ্ধির কারণে কোম্পানিগুলো উভয় স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি বা গেইনার তালিকায় অবস্থান করছে এই ৪ প্রতিষ্ঠান। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিইশন। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ২০ পয়সা বা ৪.৯৩ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৬৬ টাকায় লেনদেন হয়েছে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৮০ পয়সা বা ৬.৬৮ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৬৪ টাকায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর গেইনার তালিকার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পযসা বা ৪.৩৯ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৮ টাকায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর গেইনার তালিকার তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৪.১৬ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৯৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি । এদিন সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৯৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর গেইনার তালিকার তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে লিবরা ইনফিউশন। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৩৫ টাকা ৫০ পয়সা বা ৪.১৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৯১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৪২ টাকা ৭০ পয়সা বা ৪.৭৫ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৯৪০ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে