ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ : কাদের

২০২৩ ডিসেম্বর ২৯ ১১:৫৭:৪৮
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিকভাবে দেশের আয়ও বেড়েছে। গত ১৫ বছরে বাজেট বেড়েছে ১২ গুণ, মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ। বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, দেশের আয় বাড়লে মানুষের আয়ও তো বাড়ে। কারও অস্বাভাবিকভাবে আয় বাড়লে বা দৃষ্টিকটু মনে হলে, সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করার নেই। সময়মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন।

তিনি বলেন, আমরা এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না। নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি, মানুষকে নির্বাচনমুখী করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়াই আমাদের মূল বিবেচনার বিষয়।

শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে